Home » বিনোদন » মায়ের মৃত্যুর পর আইসিইউতে ইরফান খান

মায়ের মৃত্যুর পর আইসিইউতে ইরফান খান

বাংলার কন্ঠস্বর // মায়ের মৃত্যুর পর হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি হওয়ায় বলিউড অভিনেতা ইরফান খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে তাকে। হাসপাতালে ইরফানের সঙ্গে স্ত্রী ছাড়াও রয়েছেন তার দুই ছেলে।

গত সপ্তাহেই ইন্তেকাল করেন ইরফানের মা সায়েদা বেগম। লকডাউনের কারণে জয়পুরে মায়ের শেষকৃত্যে যোগ দিতে পারেননি এ অভিনেতা।

ইফরান অবশ্য মুম্বাইতেই ছিলেন। বেশ কিছু দিন ধরেই অসুস্থ তিনি। তাই ভিডিওকলেই পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রেখেছেন।

যদিও ভারতীয় কিছু সংবাদমাধ্যমে বলা হয়, বিদেশে থাকার কারণে মায়ের মৃত্যুতে উপস্থিত থাকতে পারেননি ইরফান। কিন্তু সেই তথ্য ঠিক নয়। বেশ কিছু দিন ধরে মুম্বাইতেই রয়েছেন তিনি।

প্রসঙ্গত ২০১৮ সালে নিউরোঅ্যান্ডোক্রাইন টিউমার ধরা পড়ে ইরফানের। এর পর এক বছর বিদেশে থেকে চিকিৎসা করিয়েছিলেন। মার্চ মাসে মুক্তি পায় ইরফানের ‘আংরেজি মিডিয়াম’ সিনেমা।

তখনও শরীর অসুস্থ ছিল বলে তাকে প্রচারে দেখা যায়নি। যদিও করোনার কবলে কয়েক দিন পরই বন্ধ হয়ে যায় এই ছবির প্রদর্শন।

পাঠকের মতামত...

Total Page Visits: 12 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*