Home » বরিশাল » মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের প্রাইমারী শিক্ষা প্রতিষ্ঠান নদীর গর্ভে বিলীন হতে যাচ্ছে

মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের প্রাইমারী শিক্ষা প্রতিষ্ঠান নদীর গর্ভে বিলীন হতে যাচ্ছে

স্টাফ রিপোর্ট ।।  ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা হলো একটি দ্বীপ অঞ্চল এলাকা।

এই দ্বীপ অঞ্চল এলাকার মধ্যে ১২ নং দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন হলো নদীর খুব সন্নিকটে।

আর এই দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে ০৪ নং ওয়ার্ডে একটি মাত্র প্রাইমারী স্কুল মধ্য দড়িরচর খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আর এখন প্রায় নদীর গর্ভে বিলীন হতে যাচ্ছে স্কুলটি ।
স্কুলের ৩ টি পিলার এখন প্রায় নদীর মধ্যে।

এতে করে নষ্ট হয়ে যাবে শত শত শিক্ষার্থীদের জীবন।
অক্ষরজ্ঞ্যান টুকোর ছিটেফোঁটা পাবে না গ্রামের কোমলমতি শিশুরা।

চর অঞ্চলে বসবাস করায় যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে দূরবর্তী স্থানে পড়াশোনা করার জন্য সুযোগ হয় না সকলের, বাবা মায়ের আাশা নিজের ছেলে মেয়ে বাড়িতে থেকে অক্ষরজ্ঞ্যান শিক্ষায় শিক্ষিত হবে কিন্তু ভাগ্য তা হতে দিচ্ছে না প্রকৃতি কেড়ে নিয়ে যাচ্ছে শত শত শিক্ষার্থীদের স্বপ্ন শত শত বাবা মায়ের স্বপ্ন।

স্কুল টি নদীর গর্ভে বিলীন হওয়ার কারণে অন্য কোথায় গিয়ে পড়াশোনা করানোর মতো আর্থিক অবস্থা নেই বেশিরভাগ পরিবারের, আর আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে এমনিতেই পড়াশোনা ছেড়ে দিতে হবে অনেক শিক্ষার্থীর।

এদিকে স্কুল টি রক্ষার জন্য জিও ব্যাগ দিয়ে বাধ প্রকল্পের প্রচেষ্টা চলছে, নদীর স্রোত ও পানির গতিবেগ যেকোন মূহুর্তে পুরো স্কুল তার গর্ভে নিয়ে যেতে পারে, আতঙ্কে এলাকাবাসী।

এলাকাবাসীর সাথে কথা বললে জানান আমাদের ছেলে মেয়েদের মানুষ করার মতো একটাই শিক্ষা প্রতিষ্ঠান ছিলো এখন সেটা নদীর গর্ভে বিলীন হয়তো হয়ে যাবে। শুধু তাই না আামাদের ছেলে মেয়েদেরও ভবিষ্যৎ ভেঙ্গে গেলো।

পাঠকের মতামত...

Total Page Visits: 175 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*