বাংলার কন্ঠস্বর // নবগঠিত ‘বরিশাল প্রকাশক-সম্পাদক পরিষদে যোগদান করে সদস্য নির্বাচিত হয়েছেন ফয়সাল রাকিব। তিনি বরিশাল থেকে প্রকাশিত দৈনিক ‘সত্য সংবাদ’ পত্রিকার -সম্পাদক। তরুণ এই সংবাদকর্মী দীর্ঘদিন ধরে বরিশালের মিডিয়ায় কর্মরত আছেন। বরিশালের সংবাদকর্মীদের অভিভাবক সংগঠন ‘বরিশাল প্রকাশক-সম্পাদক পরিষদ’র নেতৃত্ব লাভ করায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী থেকে শুরু করে সামাজিক-রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
গত ৭ তারিখ নগরীর বগুরা রোডস্থ আধুনিক নাজেম রেস্তেরায় প্রকাশক-সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ’র হাতে ফুলেল শুভেচ্ছা দিয়ে এই সংগঠনটিতে ফয়সাল রাকিব যোগদান করেন।
উল্লেখ্য, দৈনিক শাহানামা পত্রিকার সম্পাদক কাজী আবুল কালাম আজাদকে সভাপতি ও দৈনিক পরিবর্তনের প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ মাহামুদকে সাধারণ সম্পাদক করে সম্প্রতি ‘বরিশাল প্রকাশক-সম্পাদক পরিষদ’র আত্মপ্রকাশ ঘটে।
এই আলোচিত সংগঠনে পদপ্রাপ্তি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিক ফয়সাল রাকিব বলেন- অগ্রজ সহকর্মীরা আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে তার মান রক্ষাসহ পাশে থেকে সংগঠনকে গতিশীল করতে ভুমিকা রাখবেন।
সংবাদকর্মী ফয়সাল রাকিব দৈনিক সত্য সংবাদ পত্রিকার দায়িত্ব নেওয়ার আগে বরিশাল থেকে প্রকাশিত একাধিক সংবাদমাধ্যমের সাথে যুক্ত ছিলেন।
এই সংবাদকর্মীর উত্তোরত্তোর সাফল্য কামনা করেছেন সংগঠনটির সভাপতি-সাধারণ সম্পাদক।’
পাশাপাশি সংগঠনটিতে নতুন করে সদস্য পদ লাভ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, দৈনিক সত্য সংবাদের প্রধান সম্পাদক নাজমুল হাসান ফরহাদ,ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ জিহাদ,নির্বাহী সম্পাদক ইউসুফ আলী সৈকত, সিনিয়র রিপোর্টার শেখ সুজন,কম্পিউটার ইনচার্জ আল-আমিন সরদার ও ল্যাবপয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার পরিচালক আব্দুস সালাম সহ পরিবারবর্গ।