অাশার প্রদীপ হাতে নিয়ে, বসে অাছি নির্জনে।
অাসবে তুমি একরাস প্রত্যাশার ঝুলি নিয়ে।
তিমির রাতে অাকাশের পানে, জ্বলবে তাঁরা মিটি মিটি।
চন্দ্রমল্লিকা অাপন জোৎস্না দিবে, ধরনীর বুকে।
বাগিচাতে ফুটবে ফুল, গন্ধ দিবা পিয়াসে।
বিকুন্ঠ পায়রার করুন স্বরে, ভাঙ্গেবে নিন্দ্রা স্ব-গোপনে।
ঝরনা স্নান দিয়ে তোমায়, স্নিগ্ধতার জল-প্রবাহে।
হাওয়ায় দুলিয়ে ভেজা চুল, অাসবে তুমি সম্মুখে।
হাত রেখে হাতে বসে পাশে, গাইবে সুরের মুর্ছনা।
অাশার পথে চেয়ে, অাছি অামি বসে।
সময় যায় চলে, নিজের গতিতে।
কিন্তুু তমি অাসনি ফিরে।
হদয়ে বেজেছে তাই, বেদনার স্রেতার।
–মোঃরাকিবুল হাছান(ফয়সাল)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।