বাংলার কন্ঠস্বরঃ আগামীকাল বৃহস্পতিবার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আদালতে যাচ্ছেন না।
আজ বুধবার সকালে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার শুনানির কথা রয়েছে।
প্রসঙ্গত, এর আগেও অসুস্থতার কারণ দেখিয়ে কয়েকবার আদালতে হাজিরা দেননি খালেদা জিয়া। তবে তাঁর অনুপস্থিতিতেই চলছে মামলার কার্যক্রম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।