বাংলার কন্ঠস্বরঃ
১৯৯৪ সালের এ দিনে বরিশাল শহরে নাছির উদ্দিন নাইম জন্মগ্রহণ করেন। খলিলুর রহমান ও নিলুফার বেগম এর দম্পতির ২ সন্তানের মধ্যে তিনি ছোট। ২০১১ সালে বিঞ্জান বিভাগ থেকে এসএসসি, ২০১৬ সালে ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং সম্পন্ন করেন। নাইম ২০১২ সালের শুরুর দিকে বরিশালের স্থানীয় সাপ্তাহিক বরিশাল সময়ে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। কাজের ধারাবাহিকতায় দৈনিক সংবাদ সকালের স্টাফ রিপোর্টার, দৈনিক সাহনামার স্টাফ রিপোর্টার ও বতর্মানে
দৈনিক আজকের বরিশালের স্টাফ রিপোর্টার , জাতীয় অনলাইন পোর্টাল রিপোর্ট ৭১ ডট কম এর সম্পাদক, ,বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সহ: সাংগঠনিক সম্পাদক, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক,বরিশাল কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের প্রচার সম্পাদক এর দ্বায়িত্ব পালন করে আসছেন. নাইম জানান, তার প্রিয় রং কালো ও ফুল নীলকন্ঠ। খেতে ভালোবাসেন ভাজা খিচুড়ি ও ইলিশ পোলাও। আর অবসরে গান করতে, সাতার কাটঁতে, নাটক দেখতে পছন্দ করেন।
তার জন্মদিনে বাংলার কন্ঠস্বর পরিবারের পক্ষ্যথেকে শুভ কামনা। শুভ জন্মদিন।