ইতি শিকদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ভালুকা উপজেলা পরিষদ চত্ত্বর হতে একাটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে আর্ন্তজাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, সহকারী কমিশনার ভূমি সাখাওয়াত হোসেন,মহিলা বিষযক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আজম খান, উপজেলা মহিলালীগ সভাপতি কবি সেলিনা রশীদ, ওয়াল্ড ভিশন ভালুকা এডিপি প্রকল্প অফিসার প্রদীপ কুমার ও বিভিন্ন নারী সংগঠনের সদস্যবৃন্ধ ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।