ঢাকা: রাজধানীসহ যশোর ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের আট সদস্যকে আটক করেছে র্যাব।
সোমবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া বাংলার কন্ঠস্বরকে এ তথ্য জানান।
তিনি আরও জানান, রোববার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থকে বেশ কিছু পাসপোর্ট জব্দ করা হয়। এ সময় পাচার চক্রটির শিকার ভুক্তভোগী চারজনকে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে র্যাব সদরে দফতরে বেলা ৩টায় এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান মিজানুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।