নিজস্ব প্রতিবেদক // ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএস সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি তার কার্যালয়ে পদত্যাগের ঘোষণা দেন এবং আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।
ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেছেন, ডা. সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও চিকিৎসকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছেন এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।
গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ নিয়ে তিনি শান্তি সমাবেশ করেছেন। সাম্প্রতিক এক শিশুর মৃত্যুর ঘটনায় লাঞ্ছনার অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তার পদত্যাগ দাবি করা হয়।
ডা. সাইফুল ইসলাম বলেন, ‘আমি বরিশালের সন্তান। এই প্রতিষ্ঠানের প্রতি আমার আবেগ আছে। তবে পরিচালকের পদে আর থাকছি না।’ এর আগে শনিবার ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন, এতে সমর্থন জানিয়েছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। যার পরিপ্রেক্ষিতে এই পদত্যাগের ঘটনা ঘটে।