বাংলার কন্ঠস্বর // রিয়াল মাদ্রিদের সঙ্গে করিম বেনজেমার চুক্তির মেয়াদ এখনো এক বছর বাকি রয়েছে। তবে রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বিশ্বাস করেন ২০২৪ সালের জুনের আগে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ছেন না ফরাসি এই স্ট্রাইকার। শিগগিরই তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে লস ব্লাঙ্কোসরা।
সেক্ষেত্রে সহসাই নতুন কোনো সেন্টার ফরোয়ার্ডকে দলে ভেড়াচ্ছে না রিয়াল। বেনজেমা থাকায় সেটা নিয়ে তাদের কোনো তাড়াও নেই।
তবে আদর্শ নাম্বার ৯ হিসেবে কালিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াতে চেয়েছিল মাদ্রিদের ক্লাবটি। কিন্তু শেষ পর্যন্ত এমবাপ্পেকে নিতে পারেনি তারা। তাকে নিয়ে আর ভাবছেও না রিয়াল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।