ঢাকা: আশুলিয়ার কবিরপুরের শ্রমিক পল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সংবাদ লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০টা) সেখানে আগুন জ্বলছিল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইপিজেড স্টেশনের অফিসার আবদুল হামিদ বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি জানান, খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। অন্য জায়গা থেকেও ফায়ার ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করছেন।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি বলেও জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।