আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ২৫০ জন পদ প্রার্থীর নাম চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। পাশাপাশি ১০টি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থীর নামও চূড়ান্ত করা হয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এক বৈঠকে এসব প্রার্থী চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ইউপি নির্বাচন প্রার্থী মনোনয়ন বোর্ডের সদস্যরা।
আজ বুধবার সন্ধ্যা ৭টায় পুনরায় বৈঠকে বসে বাকি প্রার্থীদের নাম চূড়ান্ত করে তা ঘোষণা করা হবে।আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এক সূত্র এসব তথ্য জানিয়েছে।
পূর্বঘোষিত ২৮ মার্চেই দলের পরবর্তী সম্মেলন করা হবে বলে মঙ্গলবারের ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সূত্র জানায়, বুধবারের মধ্যে প্রথম ধাপের সব ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যাপারে তৃণমূল নেতাদের সুপারিশ পৌঁছানোর কথা রয়েছে।