গাজীপুর প্রতিনিধি: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে আসা আব্দুর রহমান (৬২) নামে এক মুসল্লি মারা গেছেন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে মারা যান তিনি। নিহত আব্দুর বগুড়ার গাবতলী থানার মাঝবাড়ি এলাকার মৃত কছিমউদ্দিন প্রামাণিকের ছেলে।
বিশ্ব ইজতেমার মরদেহের জিম্মাদার মো. আদম আলী জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ খিত্তায় মারা যান তিনি। বাদ জুমা তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।