পবিত্র হজ পালন করতে সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসল্লির ঢল নেমেছে সৌদি আরবের মক্কা নগরীতে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় প্রায় দুই লাখ মুসল্লিও। চলতি বছরের হজ ব্যবস্থাপনাকে ‘ইতিহাসের সেরা হজ’ করার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। নিরাপত্তা, সেবা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে নেয়া হয়েছে নজিরবিহীন প্রস্তুতি।
এবারের হজ ব্যবস্থাপনাকে ‘ইতিহাসের সেরা’ করার প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে হজযাত্রীদের নিরাপত্তা, সেবা ও স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করতে নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মক্কা, মিনা, মুজদালিফা ও আরাফাত পর্বতসহ সবগুলো স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আছে অত্যাধুনিক সব প্রযুক্তি।