1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এবারের হজ ব্যবস্থাপনাকে ‘ইতিহাসের সেরা’ করতে চায় সৌদি, মক্কায় মুসল্লিদের ঢল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

এবারের হজ ব্যবস্থাপনাকে ‘ইতিহাসের সেরা’ করতে চায় সৌদি, মক্কায় মুসল্লিদের ঢল

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

পবিত্র হজ পালন করতে সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসল্লির ঢল নেমেছে সৌদি আরবের মক্কা নগরীতে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় প্রায় দুই লাখ মুসল্লিও। চলতি বছরের হজ ব্যবস্থাপনাকে ‘ইতিহাসের সেরা হজ’ করার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। নিরাপত্তা, সেবা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে নেয়া হয়েছে নজিরবিহীন প্রস্তুতি।

এবারের হজ ব্যবস্থাপনাকে ‘ইতিহাসের সেরা’ করার প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে হজযাত্রীদের নিরাপত্তা, সেবা ও স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করতে নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মক্কা, মিনা, মুজদালিফা ও আরাফাত পর্বতসহ সবগুলো স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আছে অত্যাধুনিক সব প্রযুক্তি।

 

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের হজে ২০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক কাজ করছেন। তাপমাত্রা ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসা দল, শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু ও বিশ্রামকেন্দ্র।
 
সারা বিশ্বের মুসলমানদের মিলনমেলা হজ; শান্তি, সংহতি ও আত্মশুদ্ধির এক মহাসমাবেশ। আর এ মহাসমাবেশ যেন শান্তিপূর্ণ ও নিরাপদ হয়, সে লক্ষ্যেই কাজ করছে সৌদি প্রশাসন। 
 
 
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের হজ ব্যবস্থাপনাকে সাফল্যের নতুন এক মানদণ্ডে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। 
 
পবিত্র হজ পালনের মাধ্যমে মুসল্লিরা যেন ফিরে পান আত্মিক প্রশান্তি—এই কামনায় বিশ্বজুড়ে মুসলমানরা এখন একত্রিত হচ্ছেন কাবার পানে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ