জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে বুধবার গভীর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে আইনুল (৪০) নামে এক ‘মাদক বিক্রেতা’ গুলিবিদ্ধ হয়েছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বৃহস্পতিবার সকালে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বুধবার আইনুলকে গ্রেফতার করে পাঁচবিবি থানা পুলিশ। এরপর রাতে তাকে নিয়ে পাঁচবিবির ফেচকাঘাট এলাকায় অভিযানে গেলে পুলিশের ওপর হামলা চালায় আইনুলের সহযোগীরা। এ সময় পুলিশ গুলি ছুড়লে আইনুল গুলিবিদ্ধ হয়। তাকে জয়পুরহাট জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।