খুলনা: খুলনায় রেলস্টশনের তেল ঘরে লাগা আগুন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের চেষ্টায় রোববার (০৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগে।
খুলনার বয়রা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. লিয়াকত আলী এ তথ্য জানান।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের এ সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।