গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর-নবীনগর সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়কের চক্রবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বেশিরভাগই পোশাক কারখানার শ্রমিক।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে জানান।
তিনি বলেন, সন্ধ্যায় নবীনগর থেকে গাজীপুরগামী পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ২৫ যাত্রী আহত হন। তৎক্ষণাৎ পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতাল ও ক্লিনিকে পাঠান।
দুর্ঘটনায় কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি বলেও জানান সাইফুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।