গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা শেখ ওমর আলীকে পায়ে গুলি করে আহত করার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় প্রেসক্লাবের সমানে বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, জালাল উদ্দিন প্রমুখ।
মুক্তিযোদ্ধারা গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউপি চেয়ারম্যান আবেদ আলী শেখ ও তাঁর ভাই মুরাদ আলীকে সন্ত্রাসী উল্লেখ করে তাঁদের গ্রেপ্তারে দাবি করেন।
১৪ ফেব্রুয়ারি শুকতাইল ইউনিয়নের কুঠি শুকতল গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন শেখ ওমর আলী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।