বাংলার কন্ঠস্বরঃ
চট্টগ্রামের ইপিজেড এলাকায় দুর্বৃত্তদের ছুরির আঘাতে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আলাউদ্দিন তামিম (২২) রিজেন্সি-১ নামের একটি কারখানায় কাজ করতেন।
সোমবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) জয়নুল আবেদীন জানিয়েছেন।
তিনি বলেন, “রাত ৯টার দিকে কাজ শেষে বন্ধুদের নিয়ে বাসায় ফেরার পথে ইপিজেড চার নম্বর সড়কে সাত/আটজন যুবক তাদের ঘেরাও করে তামিমকে ছুরিকাঘাত করে।”
তামিমকে প্রথমে বেপজা হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।