ঢাকা: রাজধানীর কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে এসে হুমায়ুন কবির নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন।
নিহত ওই ব্যক্তি থানায় অসুস্থ হলে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পল্লবী জোনের সহকারী কমিশনার জাকির হোসেন \ জানান, সন্ধ্যা ৭টার দিকে নিহত হুমায়ুন কবিরের বোন তাহমিনাকে সঙ্গে নিয়ে থানায় জিডি করতে এসে অসুস্থ হয়ে পড়েন হুমায়ুন কবির। সেখান থেকে তাকে দ্রুত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।