গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আটক জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধার অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাসকিনুল হক এ আদেশ দেন।
এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ।
এরা হলেন রামচন্দ্রপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম, তোতা মিয়ার ছেলে সাহিদ মিয়া, জামির মিয়ার ছেলে হায়দার আলী, পৌর শহরের ঝিলপাড়া গ্রামের মৃত আলেক উদ্দিনের ছেলে ওমর ফারুক ও বকচর গ্রামের আতাউর রহমানের ছেলে রতন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক রিমান্ড আবেদন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে জেএমবির পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়।
বিকেলে তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাইলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান ওসি।