রমজানুল মোরশেদ,ঝালকাঠি প্রতিনিধি: ইউপি নির্বাচন উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগ কর্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সুলতান হোসেন খান। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শঙ্কর মুখার্জী সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুস শুক্কুর মোল্লা, সদর থানা আওয়ামী লীগের সদস্য মো. রুস্তম আলী মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বাবুল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন হালদার প্রমুখ। মত বিনিময় সভা আগামী ইউপি নির্বাচনে কীর্ত্তিপাশা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রতিটি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সিগ্ধান্ত নেয়া হয়। একই সাথে দলীয় প্রার্থীর পক্ষে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।