রমজানুল মোরশেদ,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে কারাবন্দিদের আয়োজনে বাংলা নববর্ষ বরণে বর্ণাঢ্য উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে কারাগারের ভিতরে কারাবন্দিদের সংগীত পরিবেশন, নৃত্য ও অভিনয় পরিবেশন করেছেন। পাশাপাশি বর্ষবরণের দিনে বন্দিদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। জেলার মো. শরিফুল ইসলাম জানান, সকাল থেকেই বর্ষবরণ উপলক্ষে বন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিলো সংগীত পরিবেশন, নৃত্য ও অভিনয়। এছাড়াও সকালে রুটির পরিবর্তে পান্তা, বেগুন ভাজি আলু ভর্তা ও দুপুরে মুরগী, আলু, ডালের খিচুরী এবং রাতে সাদা ভাত – মুরগীর ব্যবস্থা রয়েছে। বন্দিদের জন্য বিশেষ আয়োজন ছিলো বাঙালীর ঐতিহ্যবাহী জিলাপি ও বাতাসা দিয়ে মিষ্টি মুখ করানো। এদিকে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে বাঙালীর সার্বজনীন প্রাণের উৎসব বাংলা নববর্ষ বরণে ব্যাপক কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিলো সকাল সাড়ে ৬ টায় শিশু পার্ক মুক্তমঞ্চে নববর্ষের সূচনা ও প্রভাতি অনুষ্ঠান। সকাল ৮ টায় শিল্পী গোষ্ঠি ও সর্বসাধারণের সমন্বয়ে মঙ্গল শোভাযাত্রা শিশু পার্ক মুক্তমঞ্চ থেকে শুরু করে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মো. শাহআলম, সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রহিম, নবনির্বাচিত পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খানসহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আইনজীবী, শিক্ষক, ছাত্র, টিআইবি, সরকারী- বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সহ¯্রাধিক লোকজন। সকাল সাড়ে ৮ টায় শিশু পার্ক মুক্তমঞ্চ সংলগ্ন আ. ওয়াহাব গাজী শিশু বিদ্যালয় চত্ত্বরে পান্তা উৎসবের পর মুক্তমঞ্চে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়।