ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে কালের কণ্ঠের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রবীন সাংবাদিক ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন দত্ত। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কালের কণ্ঠের জেলা প্রতিনিধি কে এম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, শুভসংঘের আহবায়ক মিজানুর রহমান টিটু, স্থানীয় দৈনিক অজানা বার্তার সম্পাদক এসএমএ রহমান কাজল, সাংস্কৃতিক সংগঠক মানিক রায়, সাংবাদিক রতন আচার্য্য ও অলোক সাহা। এসময় বক্তারা কালের কণ্ঠের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। সত্যের পক্ষে অবস্থান নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কালের কণ্ঠকে কাজ করার আহ্বান জানান বক্তারা।
ঝালকাঠিতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ১২০ পিচ ইয়াবাসহ তানিয়া আক্তার (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার দুপুরে শহরের মা ও শিশু ক্লিনিকের পিছন থেকে গোপন সংবাদের ভিত্তিতে দেহ তল্লাসী করে ১২০পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয় । আটক তানিয়া আক্তার জেলার আখড়পাড়া গ্রামের সোহান ওরফে শামীম চৌধুরীর স্ত্রী । ঝালকাঠি সিনিয়ার সহকারী পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে ১২০ পিচ ইয়াবা সহ আটক করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ঝালকাঠি সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছে।