রমজানুল মোরশেদ,ঝালকাঠি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে মহানাম সেবক সংঘের গুরু ভাই-বোনদের মহামিলনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শ্রীশ্রী রাধাগোবিন্দ অঙ্গন (হরিসভায়) অনুষ্ঠিত ভাই-বোনদের মহামিলনি অনুষ্ঠানে ভক্তদের ঢল নামে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল প্রভু ও গুরুদেবের বিগ্রহ প্রতিষ্ঠা, বাল্যভোগ, সমবেত কন্ঠে চন্দ্রপাত পাঠ, ভোগরাগ, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, গুরু ভাই-বোনদের মাঝে উপহার বিতরণ, প্রভুর জীবনীর উপর অলোকচিত্র প্রদর্শণী এবং সন্ধ্যারতী ও মহানামসংঘ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী। অনুষ্ঠান দেখতে আসেন ঝালকাঠি পৌরসভার মেয়র,জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মেয়র প্রার্থী আফজাল হোসেন, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভপতি লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী তরুন কর্মকার প্রমুখ।