ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার পরমহল মকিম খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লস্কর মো. মাসুদকে লাঞ্চিকারি বখাটে বেল্লাল ফকিরের বিচারের দাবি ক্লাস বর্জন করে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ গ্রহনকারি শিক্ষার্থীরা হাতে লেখা বিভিন্ন পোষ্টার বুকে নিয়ে প্রতিবাদ জানায়। দৃষ্টান্ত মুলক বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচীর ঘোষনা দেয়। মানববন্ধন চলাকালে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নবম শ্রেনীর ছাত্র সাইফুল ইসলাম তপু, সপ্তম শ্রেনীর ছাত্র রহিমা আক্তার, আবু নাঈম । গত বুধবার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বিকাল তিন টার দিকে স্থানীয় তালুকদার বাড়ির কাছে বসে প্রধান শিক্ষক লস্কর মো. মাসুদের গায়ে রং দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে লাঞ্চিত করে বখাটে বেল্লাল ফকির। এ ঘটনার পর থেকে বেল্লাল পলাতক রয়েছে। প্রধান শিক্ষক লস্কর মো. মাসুদ বলেন, ‘ বেল্লাল আমাকে লাঞ্চিত করেছে। আমার মুখমন্ডলে খারাব রং দিয়েছে যার ফলে আমি অসুস্থ হয়ে পরেছি। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে মামলা প্রক্রিয়াধীন রয়েছেন। নজরুল ইসলাম বলেন, আমি ঘটনা স্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। অভিযুক্ত বেল্লাল পলাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।