রমজানুল মমোরশেদ,ঝালকাঠি প্রতিনিধি: “প্রতিটি শিশু ফুলেল হোক সবার ভালবাসায়” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে উষ্ণ পরশ নামে আনন্দ অনুষ্ঠান। জেলা প্রশাসনের সহযোগীতায় শিশু একাডেমী, ন্যাসনাল চিল্ড্রেন টাক্সফোর্স (এনসিটিএফ) ও মাসিক লাল সবুজ যৌথভাবে সোমবার দিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে শহরে বর্নাঢ্য র্যালী বের করা হয়। ডিসি অফিসের সামন থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে একাডেমী মিলনায়তনে একশত সুবিধা বঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র বিতরন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠির জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বডুয়া এতে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন শিশুতোষ পত্রিকা মাসিক লাল সবুজ এর সম্পাদক তাহসিন উদ্দিন। অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আবদুুর রাকিব, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, শিশু একাডেমীর জেলা সংগঠক নার্গিস সুলতান বক্তব্য রাখেন। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।