রমজানুল মোরশেদ,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে পুলিশের কাজে বাঁধা দানের অভিযোগে নামধারী ১০ জন ও অজ্ঞাত ২৫ বিরুদ্ধের মামলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এসআই নজরুল ইসলাম বাদি হয়ে শহরের মাদক ব্যাবসায়ী সাইদুল মৃধাসহ ৩৫ জনের বিরুদ্ধে ঝালকাঠি থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনা সুজন ও হেলেনা নামের দুইজনকে গ্রেফতরা করা হয়েছে। সাইদুল মৃধাসহ অন্যরা পলাতক রয়েছে। এসআই নজরুল ইসলাম জানান, একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিল সাইদুল মৃধা। গত শুক্রবার রাত ১২ টার দিকে পুলিশ তাকে গ্রেফতারের জন্য এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদুল মৃধা তার দলবল নিয়ে পুলিশের কাজে বাঁধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সুজোগে সাইদুল মৃধা পালিয়ে যায়। ঝালকাঠি সদর থানার ওসি মাহে আলম বলেন, ‘ অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।