ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পৌরসভা নির্বাচনে উৎসব মুখর পরিবেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক ড. মো. মিজানুর রহমান গতকাল শনিবার সকাল থেকে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করেন। মেয়র পদে তিন প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ মনোনীত লিয়াকত আলী তালুকদার নৌকা, স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রোহী) প্রার্থী বর্তমান মেয়র আফজাল হোসেন নাড়িকেল গাছ, এবং বিএনপি মনোনীত আনাদী দাস ধানের শীষ প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের পরেই প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে গণসংযোগ শুরু করেছেন। এ নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২০ জন এবং সাধারণ কাউন্সিলরের পদে ৩৯ জনসহ মোট প্রার্থী রয়েছেন ৬২ জন। আগামী ২০ মার্চ এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। পৌরসভায় ১৭ হাজার ৮৮৭ জন মহিলাসহ মোট ভোটার রয়েছে ৩৫ হাজার ৪৬১ জন।