টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের গোলচত্বর এলাকায় ইকবাল হোসেন নামে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবুল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত ইকবালের বাড়ি একই ইউনিয়নে।
স্থানীয়রা জানান, রাতে ইকবাল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে গোলচত্বর এলাকায় এলে দুর্বৃত্তরা তার পথরোধ করে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় ইকবালকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন জানান, এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বাবুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।