বাংলার কন্ঠস্বরঃ
কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় সোয়া লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
শনিবার ভোরে হ্নীলা ইউনিয়নের অবরাং এলাকার ২ নম্বর স্লুইচ গেট এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে জানান বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।
তবে ‘পাচারকারীরা পালিয়ে যাওয়ায়’ কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে ইয়াবার বড় একটি চালান প্রবেশের খবর পেয়ে বিজিবির সদস্যরা ওত পেতে অবস্থান নেন।
“নাফ নদীর কিনারে আসা একটি নৌকাকে সন্দেহজনক মনে হলে থামার জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু দুই পাচারকারী নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে নাফ নদীর শূন্য রেখা অতিক্রম করে। পরে নৌকা থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”
ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা বলে বিজিবি কর্মকর্তা জানান।
ইয়াবাগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে বলেও জানান তিনি।