অনলাইন ডেস্ক // সপ্তাহ খানেক আগেই তাজমহলের ২২টি বন্ধ গোপন কুঠুরিকে কেন্দ্র করে শুরু হয়েছিল তুমুল বিতর্ক। ঘরগুলো খোলার জন্য আবেদনও করা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টে। কিন্তু ১২ মে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। গতকাল সোমবার ‘গোপন’ কুঠুরিগুলোর কয়েকটি ছবি প্রকাশ হয়। ছবিগুলো প্রকাশ করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গতকাল সোমবার তাজমহল রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত এএসআই জানিয়েছেন, ওই কুঠুরিগুলোতে কোনো গোপনীয়তা নেই। এগুলো মূল কাঠামোর অংশ মাত্র। শুধু তাজমহল নয়, এমন কুঠুরি অনেক যুগের স্থাপত্যেই রয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকারের পুরাতত্ত্ব বিষয়ক সংস্থা। উদারহণ হিসেবে সংস্থাটি বলেছে, দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির কথা।
এএসআই-এর আগরা সেল জানিয়েছে, ২০২১-এর ডিসেম্বর থেকে ২০২২-এর ফেব্রুয়ারির মধ্যে ঘরগুলোতে রক্ষণাবেক্ষণের কাজ হয়েছিল। সে সময়ই ছবিগুলো তোলা হয়। প্রকাশিত চারটি ছবি তোলা হয়েছিল গত ডিসেম্বরে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।