রমজানুল মোরশেদ,ঝালকাঠি প্রতিনিধি : ‘‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’’ এই স্লোগানকে সামনে রেখে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিট (সনাক) এর আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৩১ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঝালকাঠি দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সকাল ১০টায় ঝালকাঠি’র জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী ও নবনির্বাচিত পৌরমেয়র লিয়াকত আলী তালুকদারের নেতৃত্বে একটি দুর্নীতিবিরোধী র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মোঃ হেমায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, ঝালকাঠি’র নব-নির্বাাচিত পৌর মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেন। টিআইবি’র এরিয়া ম্যানেজার কাজী মোঃ এনামুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বজন সদস্য মোঃ নজরুল ইসলাম তালুকদার। আলোচনা সভায় ঝালকাঠি’র জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী সমাজে উচ্চাভিলাষকে দুর্নীতি বিস্তারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা তার বক্তব্যে বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের পথে প্রধান অন্তরায়। ঝালকাঠি পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার দুর্নীতি প্রতিরোধে প্রশাসনের সহযোগি হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন আমি দায়িত্ব গ্রহন থেকে দায়িত্ব ছেড়ে আসা পর্যন্ত কোন প্রকার দূর্নীতি করবো না বা কারো দূর্নীতি বরদাস্ত করবোনা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেন সকলকে নিজ নিজ কর্মক্ষেত্রে সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রায় ২ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।