স্টাফ রিপোর্টর ॥ বরিশাল সদর উপজেলার এক ইটভাটা থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও ওই ভাটার ড্রাম চিমনি ভেঙ্গে ফেলে কার্যক্রম বন্ধ রাখার চুড়ান্ত নোটিশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালনায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম হিসেবে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রউফ মিয়া ওই নিদেশ দেন। পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস জানান, গনবিজ্ঞপ্তির মাধ্যমে ২০১৪ সালের ১ জুলাই থেকে পরিবেশ বান্ধব, জ্বালানী সাশ্রয়ী, আধুনিক ও উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন এবং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়। কিন্ত চরকাউয়ার নয়ানী জনতার হাট সংলগ্ন মেসার্স আরিফ ব্রিকস পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া ড্রাম চিমনীর মাধ্যমে ইট তৈরি করে। ওই অপরাধে জরিমানা আদায়, ড্রাম চিমনি ভেংগে দেয়া হয় এবং কার্যক্রম বন্ধ রাখার জন্য তাৎক্ষণিক চূড়ান্ত নোটিশ দেয়া হয়। অভিযানে সহকারী পরিচালক (প্রশাসন) এএইচএম রাসেদ, সিনিয়র কেমিস্ট কাজী সুমন ও পরিদর্শক বেগম আনজুমান নেছা উপস্থিত ছিলেন।