বাংরালার কন্ঠস্বরঃ
নরসিংদী পৌর এলাকায় ‘চাঁদাবাজদের’ গুলিতে দুইজন নিহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।
বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকের এ ঘটনায় নিহতরা হলেন ভাগদী মহল্লার আব্দুল মতিন খন্দকারের ছেলে আরিফ খন্দকার (৩২) এবং একই মহল্লার মোরশেদ খন্দকারের ছেলে খোকন খন্দকার (৩৩)।
নরসিংদী সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা বাংলার কন্ঠস্বরকে জানান, রফিক খন্দকারের কাছে একটি চক্র দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল।
“বুধবার সন্ধ্যায় চক্রটি পুনরায় চাঁদা দাবি করলে প্রতিবাদ করেন রফিকের বন্ধু স্থানীয় ব্যবসায়ী আরিফ। এ সময় চাঁদাবাজরা আরিফকে গুলি করে। খবর পেয়ে রফিকের শ্যালক খোকন এগিয়ে গেলে চাঁদাবাজরা তাকেও গুলি করে।”
আশপাশের লোকজন এসে তাদের সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।