বাংলার কন্ঠস্বরঃ নড়াইলের রুপগঞ্জ বাজার থেকে এক ব্যবসায়ীসহ চার জনকে ধরে নিয়ে গেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১২ জানুয়ারী) রাত সাড়ে দশটার দিকে রুপগঞ্জ বাজারের নিজেস্ব ব্যাবসা প্রতিষ্ঠান সিকদার টেলিকম থেকে আটক করা হয় ।
আটতকৃতরা হল সিকদার টেলিকমের মালিক জিকু সিকদার, ও তার ফুফাত ভাই সজিব (২০), আবিদ (২৩) ও দোকানের এক কর্মচারী। ঘটনাস্থর পরিদর্শনের সময় পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, নড়াইলে কোন পুলিশ তাদের আটক করেনি।
পরে জানতে পেরেছে ঢাকার ডিবি পুলিশ তাদেরকে আটক করেছে। তিনি আরও জানান ধারনা করা হচ্ছে যেহেতু তারা বিকাশের এজেন্ট ব্যবসায়ী কোন গ্রহকের সাথে প্রতারনা করার জন্য তাদেরকে আটক করা হতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।