নিজস্ব প্রতিবেদক // পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী বন্দর থেকে অবৈধভাবে মজুত করা প্রায় সাড়ে ১০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) বিকেলে অভিযান পরিচালনা করে তেল উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে বন্দরের চার ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন। বন্দরের এমএম ট্রেডার্সে অভিযান চালিয়ে ওই দোকানের গোডাউনে থাকা ৩৭ ব্যারেল সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে ট্রেডার্সের মালিক সুশিল কুমার মন্ডলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বন্দরের আশা ট্রেডার্সে অভিযান চালিয়ে ১৪ ব্যারেল সয়াবিন তেল উদ্ধার করে প্রশাসন। পরে আশা ট্রেডার্সের মালিক মতিউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বন্দরের অরুল শীলকে চার হাজার টাকা ও বিজয় মন্ডলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন বরিশালটাইমসকে বলেন, গোপন সংবাদ পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ভোজ্যতেল মজুত করে সাধারণ মানুষকে জিম্মি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’