রমজানুল মোরশেদ,ঝালকাঠি প্রতিনিধি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আমাদের দেশে পুলিশ বাহিনী গৌরব উজ্জল ঐতিহ্যের অধিকারি। স্বাধীনতা যুদ্ধ থেকে আজ পর্যন্ত বাংলাদেশে সকল বিপদে পুলিশ বাহীনি জীবনের ঝুঁকি নিয়ে দেশ রক্ষায় ঝাপিয়ে পরেছে। ১৯৭১ সালে স্বাধীনা যুদ্ধে পুলিশ বাহীনি সর্ব প্রথম পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন কর্মকান্ডে সাহসী ভূমিকা পালন করেছে পুলিশ সদস্যরা। ২০১৪ সালের নির্বচন পরবর্তি সময় কালে বিএনপির জামায়াত হরতাল অবোধের পুলিশ বাহীনি দেশে মানুষের যানমাল রক্ষায় গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেছে। গতকাল শনিবার বিকেলে ঝালকাঠিতে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন। ঝালকাঠির পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধূরী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সম্পাদক ও পৌর মেয়র আফজাল হোসেন, যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব, সিনিয়র সহকারি পুলিশ সুপার এমএম মাহাম্মুদ হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত পৌর মেয়র প্রার্থী লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়া লীগের কোষাধ্যক্ষ মুনিরুল ইসলাম তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এসএম রুহুল আমিন রেজভী। শিল্পমন্ত্রী পুলিশের ক্রীড়া প্রতিযোগীতা উপভোগ করেন। এর আগে ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে কারিগরি শিক্ষা বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল এ কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার এতে সভাপতিত্ব করেন।