রমজানুল মোরশেদ,ঝালকাঠিনিধি: ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়ায় ইউনিয়নের আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে তথ্য অফিসের উদ্যোগে বর্তামন সরকারের সাফল্য অর্জিত,উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সুলতান হোসেন খান। জেলা তথ্য অফিসার হাসিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মনোয়ার হোসেন খান, সদস্য গোলাম ফেরদৌস খান প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মাষ্টার , সাধারণ সম্পাদক আব্দুল হাকিম গাজী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের নানা রকমের উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরেন।