ডেক্স রিপোর্ট // প্রথম সন্তানের মুখ দেখতে ও স্ত্রীর পাশে থাকতে জরুরি ভিত্তিতে আইপিএল ছেড়ে গায়ানা ফিরে গেছেন রাজস্থান রয়্যালসের ব্যাটার শিমরন হেটমায়ার।
গ্রুপ পর্বে রাজস্থানের বাকি তিনটি ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন হেটমায়ার। তবে আগামী ২৪ মে আইপিএলের প্লে-অফ পর্ব শুরুর আগেই ভারতে ফিরে আসার কথা রয়েছে এই ক্যারিবীয় তারকার।
রাজস্থান নিজেদের সর্বশেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৬ উইকেটে জিতে। এই জয়ে ভূমিকা রাখেন হেটমায়ার। তার ১৬ বলে ৩১ রানের ঝড়ো ক্যামিও খেলে দলের জয় নিশ্চিত হয়।
১১ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে রাজস্থান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।