বাংলার কন্ঠস্বরঃ
ফরিদপুর সদরে ‘দুই দল ডাকাতের গোলাগুলিতে’ একজন নিহত হয়েছেন, যিনি একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাত ৩টার দিকে উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি মো. নাজিমুদ্দিন আহমেদ জানান।
নিহত আমজাদ শেখ (৪০) কানাইপুরের ছোনপচা গ্রামের ওয়াহেদ শেখের ছেলে। তার লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
ওসি নাজিমুদ্দিন বলেন, “লক্ষ্মীপুর গ্রামের হাসানের ইটভাটার পেছনে দুই দল ডাকাতদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখান যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আমজাদের লাশ উদ্ধার করা হয়।”
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার উদ্ধার করা হয়েছে। আমজাদের নামে ডাকাতির অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, “দুই দল ডাকাতের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে গোলাগুলির এ ঘটনা ঘটেছে।”