বাংরালার কন্ঠস্বরঃ সন্তানের জন্ম মুহূর্তে স্ত্রীর পাশে থাকতে এই এশিয়া কাপের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তামিম ইকবাল। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের চোট আবার এশিয়া কাপের দলে ফেরার সুযোগ করে দিয়েছে তাঁকে। আসরের মাঝপথে দলে জায়গা করে নিয়ে পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে অনেকটা ব্যর্থ হয়েছিলেন তিনি। তবে ফাইনালে ভালো কিছু করতে আশাবাদী এই বাঁহাতি ওপেনার। তিনি আশাবাদী ফাইনালের দিনটি নিজের করে নিতে। রোববার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অথচ এই ভারতের কাছে হেরেই আসরটি শুরু করেছিলেন মাশরাফিরা। অবশ্য সে ম্যাচে দলে ছিলেন না তামিম। এবার দলে ফিরে ভারতবধে তিনি কতটুকু ভূমিকা রাখতে পারেন, সেটাই এখন দেখার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।