ফেনী: ফেনীতে ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদের মধ্যে একজন ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী ৫ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(০৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী ফেনী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মামুন (২৫), অপু (২৩) ও জাবেদ (২৬)।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুব মোর্শেদ বিষযটি নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া ৩ জনের মধ্যে মামুনকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকাররোক্তি মূলক জবানবন্দি দেন। পরে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শহরের গুদাম কোয়াটার এলাকায় শহরের ব্যবসায়ী শহিদুল ইসলাম কামরুলকে গুলি করে সাড়ে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।