বাংলার কন্ঠস্বর: চলতি বছরের মধ্যে ফোর-জি চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে অর্জন এবং নতুন বছরের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে বুধবার (০৬ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিমন্ত্রী।
তারানা হালিম বলেন, নতুন বছরে ফোর-জি চালু করতে পারবো। একই সঙ্গে ২.৫ জি সম্প্রসারণ ও পূর্ণাঙ্গ থ্রি-জি কাভারেজ দিতে পারবো। ফোর-জি নেটওয়ার্ক কাভারের জন্য নতুন বছরে তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হবে।
টেলিযোগাযোগ খাতের বাজার প্রতিযোগিতার দিক থেকে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে বলেও জানান তিনি।
মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন গ্রুপ স্পেশাল মোবাইল অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) করা গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
বাজারের আকারে এশিয়া –প্যাসিফিক অঞ্চলের সর্ববৃহৎ ২০টি দেশে টেলিযোগাযোগ খাতের প্রতিযোগিতা কেমন- তার ভিত্তিতে এই স্থান নির্ধারণ করা হয়েছে।
টেলিযোগোযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী ও বিভিন্ন দফতরের প্রধানরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।