পৃথক পৃথক বজ্রপাতে মৌলভীবাজারে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন কুলাউড়ার আব্দুল কাদির (৩৫) ও শ্রীমঙ্গলের পানচাষি প্রতাপ সাংমা (৬৫)।
কুলাউড়ার উপজেলার ভূকশীমইল ইউনিয়ন পরিষদ সদস্য মো. ইলিয়াছ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভূকশীমইল গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল কাদির বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে হাকালুকি হাওরে কৃষিকাজ শেষে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন।
“এ সময় পুলের গাং পৌঁছালে বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
অপরদিকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ইউনিয়ন পরিষদ সদস্য রিপন রায় বলেন, “বুধবার সন্ধ্যায় নাহার পানপুঞ্জিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন স্থানীয় প্রতাপ সাংমা। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।