বরিশাল, রাজশাহী ও সৈয়দপুর রুটে ৬৮ আসনের এটিআর ৭২-৫০০ মডেলের তিনটি উড়োজাহাজ নিয়ে আসছে নভোএয়ারের। মার্চের দ্বিতীয় সপ্তাহে এয়ারক্রাপ্টগুলো ঢাকায় এসে পৌঁছাবে বলে জানিয়েছেন নভোএয়ারের মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার একেএম মাহফুজুল আলম।
একেএম মাহফুজুল আলম বলেন, বরিশাল, রাজশাহী ও সৈয়দপুর রুটে বর্তমানে পরিচালিত এয়ারক্রাপ্টগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব বিমানবন্দরে ড্যাশ-৮ এয়ারক্রাপ্ট অবতরণে চরম ঝুঁকির মধ্যে উঠা-নামা করছে। গত চার-পাঁচ মাসের মধ্যে এসব রুটে ফ্লাইট পরিচালনা করা ইউএস বাংলা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুর্ঘটনায় পড়েছে একাধিকবার।
সৈয়দপুর, বরিশাল ও রাজশাহীতে বর্তমানে বিমান সংস্থাগুলো যে ফ্লাইট পরিচালনা করছে তাতেও ঝুঁকি রয়েছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- আইকাওয়ের নির্দেশানুযায়ী, ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনায় বিমানবন্দরের রানওয়ের প্রস্থ হতে হয় কমপক্ষে ৪৫ মিটার। কিন্তু সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী বিমানবন্দরের প্রস্থ ৩০ মিটার।
আইকাওয়ের নির্দেশনা অনুযায়ী, ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের উড়োজাহাজ পরিচালনার জন্য সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী বিমানবন্দর উপযোগী নয়। তারপরও এসব বিমানবন্দরে ড্যাশ-৮ উড়োজাহাজ চলছে চরম ঝুঁকি নিয়ে।
মাহফুজুল আলম বলেন, আমরা আইকাওয়ের নির্দেশনার বাইরে কখনো যাইনি। রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর রুটে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ৬৮ আসনের এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ নিয়ে আসছি। মার্চের মাঝামাঝি এয়ারক্রাপ্টগুলো ফ্লিটে আসবে বলেও জানান তিনি।