স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ বিভাগ, সিটি করপোরেশন এবং বিভিন্ন বেসরকারী সংস্থা যৌথভাবে এ কর্মসূচী পালন করে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে র্যালী বের হয়ে ব্রাউন কম্পাউন্ড স্বাস্থ বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্রে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আক্তারুজ্জামান, স্বাস্থ বিভাগের বিভাগীয় সহকারী পরিচালক ডা. আব্দুল জব্বার হাওলাদার, বিএমপি সহকারী কমিশনার মোঃ আনসার উদ্দিন ও বরিশাল সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ কর্মকর্তা ডা. মতিউর রহমান। বরিশাল সিভিল সার্জন ডা. এএফএম শফিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী সিভিল সার্জন ডা. শ্যামল কৃঞ্চ মন্ডল ও ডা. রিফাত উজ জোহা।