বরিশাল বিভাগের ভোলা জেলার তেঁতুলিয়া নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সোহাগী-১ নামে একটি লঞ্চ ডুবে গেছে। এতে ওই লঞ্চের হোটেলের চার কর্মচারী আহত হয়েছেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে তীরের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- জামাল হোসেন, আলামিন, আলতাফ ও মোস্তাফ বাবুর্চি।
ভোলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সোলাইমান মাহমুদ জানান, সকালে ভোলা-বারিশালগামী রুটে চলাচলকারী সোহাগী-১ লঞ্চটি তেঁতুলিয়া নদীর ভোলার খাল এলাকায় নোঙর করা ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে ভোলাগামী কর্ণফুলী-১১ এর ধাক্কায় সোহাগী কাঁত হয়ে ডুবে যায়। এতে লঞ্চে থাকা সাতজন ডুবে গেলেও তারা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
পরে খবর পেয়ে দুপুরে বরিশাল থেকে একটি ডুবরিদল গিয়ে লঞ্চটি উদ্ধারে কাজ শুরু করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।