বরিশাল অফিস : বরিশাল-ঢাকা মহাসড়কের রেইনট্রিতলায় বাসের চাপায় এক যুবক নিহত ও দু’জন জন আহত হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েম (২৫) জেলার বাবুগঞ্জ উপজেলার মোহনগঞ্জের বাসিন্দা টুলু মিয়ার ছেলে। আহতরা হলেন— একই উপজেলার চাঁদপাশা এলাকার বাবুল মোল্লার ছেলে সজিব (২৫) ও সাতমাইল এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে শুভ (২০)। তাদের মুমূর্ষু অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেছে।
শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদ মোল্লা আহতের স্বজনদের বরাত দিয়ে জানান, তারা বরিশাল থেকে মোটরসাইকেলযোগে রহমতপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় এয়ারপোর্ট থানার কাছাকাছি বিপরীতমুখী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের চাপায় গুরুতর আহত হন। আহত তিনজনকে শেবাচিম হাসপাতালে আনার আগেই সায়েম মারা যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।