রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সমানে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বাংলানববর্ষ উপলক্ষেবৃহস্পতিবারদুপুর ২টায় নয়াপল্টনে এ অনুষ্ঠানের আয়োজন করছেজাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা(জাসাস)। এ লক্ষ্যে জাসাসের পক্ষ থেকে অনুমতি চেয়ে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠিও দেওয়া হয়েছে।
জাসাস সভাপতি এম এ মালেক মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রতি বছরের ন্যায়এবারওনয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাসের উদ্যোগে বর্ষবরণঅনুষ্ঠানেরআয়োজন করা হবে। এ ব্যাপারেঅনুমতি চেয়ে আমরা ইতোমধ্যে পুলিশকে (ডিএমপি)চিঠি দিয়েছি। আশা করছি, আজকালের মধ্যে প্রয়োজনীয় অনুমতি পেয়ে যাব।’
জাসাসের বর্ষবরণের অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুরু হবে বলেও জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।